Main Menu

আন্তর্জাতিক খবর

দইচোর ধরতে ডিএনএ টেস্ট করানো হলো নারীর

না বলেই একজনের দই খেয়ে ফেলেছেন আরেকজন। কিন্তু স্বীকার করছেন না। পরে ক্ষুব্ধ ব্যক্তি নিলেন আইনের আশ্রয়। পুলিশও এর কিনারা করতে না পেরে শেষে ডিএনএ টেস্ট করেছে। দইচোর ধরতেই এই ব্যয়বহুল টেস্ট করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তাইওয়ানে ঘটেছে এই অদ্ভুত ঘটনা। সেখানকার তাইপেই শহরের এক নারী পুলিশের কাছে এ অভিযোগ করেছিলেন। আরও পাঁচ নারীর সঙ্গে থাকতেন তিনি। তাঁরা সবাই মূলত শিক্ষার্থী। অভিযোগকারী নারী বলেছেন, হুট করেই একদিন তিনি দেখেন যে তাঁর দধিজাতীয় পানীয়র একটি বোতল পুরো খালি পড়ে রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, এই শিক্ষার্থীরা সবাই চায়নিজ কালচারাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। অভিযোগকারী নারী দইয়ের বোতল খালিRead More