Main Menu

শক্তিশালী ভূমিকম্প হলো নিউ ক্যালেডোনিয়ায়

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে শক্তিশালী সমুদ্র গর্ভস্থ ভূমিকম্প আঘাত হেনেছে।

বুধবার (০৫ ডিসেম্বর) ৭.৬ মাত্রায় অঞ্চলটিতে এ ভূমিকম্প আঘাত হানে বলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাব্য বিপজ্জনক সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডাব্লিউসি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায়।

প্রতিষ্ঠানটি বলছে, দেশটির পূর্ব উপকূলের লয়্যালটে দ্বীপপুঞ্জের ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীর এবং ১৫৫ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পূর্ব হয়ে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তাতে এর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।