Main Menu

এরশাদ এখন সিএমএইচে

একাকিত্ব অনুভব করায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার (০৩ ডিসেম্বর) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির নতুন মহাসচিব মসিউর রহমান একথা জানিয়েছেন।

তিনি বলেন, চেয়ারম্যান বাসায় একাকিত্ব অনুভব করায় তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন। সেখানে ডাক্তার ও নার্সদের সার্বক্ষণিক পরিচর্চায় রয়েছেন তিনি।

জাপা মহাসচিবের ভাষ্য, ১০ ডিসেম্বর তার (এরশাদ) সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। তবে এর আগেও যে কোনো সময় যেতে পারেন। সেটা নির্ভর করছে চিকিৎসকের পরামর্শের ওপর।

‘তিনি (হুসেইন মুহম্মদ এরশাদ) সুস্থ আছেন, আমি সকালে তার সঙ্গে দেখা করে এসেছি। আমার সামনে তার ভাই গোলাম কাদের ফোনে কথাও বলেছেন।’

বাসায় একাকিত্বের পাশাপাশি মনোনয়ন বঞ্চিতদের ভিড় থেকে নিজেকে দূরে রাখতেই পার্টির চেয়ারম্যান সিএমএইচে ভর্তি হয়েছেন বলে জানান ।